BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Sunday , January 22 2017
Home / অন্যান্য / অলিম্পিক নিয়ে গুগলের ডুডল
Loading...

অলিম্পিক নিয়ে গুগলের ডুডল

অলিম্পিক গেমসের উত্তেজনায় ভাসছে সারা বিশ্ব। বিশেষ দিবসে গুগল তাদের হোমপেজে বিভিন্ন ধরনের পরিবর্তন আনে। দেওয়া হয় বিশেষ দিবস সংশ্লিষ্ট গুগল ডুডল। এ বছরের রিও অলিম্পিকসের আয়োজন নিয়েও বিশেষ ডুডল তৈরি করেছে গুগল।

 

ol

সেই সঙ্গে আনা হয়েছে অলিম্পিকের আদলে তৈরি ফ্রুট গেমস। এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল ডট কম।

ফ্রুটস গেমের একটি ভিডিও আপলোড করেছে গুগল। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গেমটির অ্যান্ড্রয়েড ও আইওএস  সংস্করণ ছাড়া হয়েছে। গুগল প্লেস্টোর ও অ্যাপল স্টোর থেকে গেমটি ডাউনলোড করে নেওয়া যাবে।

ফ্রুট গেমসের মধ্যে আলাদা সাতটি খেলা রয়েছে। এসব গেম সাজানো হয়েছে অলিম্পিকের বিভিন্ন গেমের আদলে।

আরও পড়ুন   উপজেলা আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
Loading...

Leave a Reply