BIGtheme.net http://bigtheme.net/ecommerce/opencart OpenCart Templates
Sunday , January 22 2017
Home / অন্যান্য / ফাটলের ভয়ানক এক দৃশ্য: ক্রমেই ভেঙ্গে যাচ্ছে পুরো একটি মহাদেশ, হুমকির মুখে বিশ্ববাসী!
Loading...

ফাটলের ভয়ানক এক দৃশ্য: ক্রমেই ভেঙ্গে যাচ্ছে পুরো একটি মহাদেশ, হুমকির মুখে বিশ্ববাসী!

বরফের দেওয়াল খ্যাত এন্টার্কটিকা মহাদেশে ফাটল ধরেছে। কয়েকদিনের মধ্যেই সেই বরফের দেওয়াল ভেঙে পড়তে পারে মূল চাঁই থেকে। আর তার পরই প্রকৃতির এমনই ভয়ানক দৃশ্য ধরা পড়েছে নাসা-র ‘অপরেশন আইসব্রিজ’-এর তথ্যে। দক্ষিণ মেরুর বরফ-দেওয়ালের এই ফাটল দেখা গিয়েছিল গত বছর নভেম্বরেই।

এক মাসের মধ্যেই সেই ফাটল বেড়ে প্রায় ১৮ কিলোমিটার হয়ে যায়। ‘লারসেন সি’ নামে এই আইস-শেল‌্ফ, বর্তমানে মূল মহাদেশটির সঙ্গে যুক্ত রয়েছে মাত্র ২০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র উপদ্বীপের মাধ্যমে।

বৈজ্ঞানিকদের মতে, দু-এক মাসের মধ্যেই হিমশৈলীটি মূল উপদ্বীপ থেকে ভেঙে যাবে। বর্তমানে আইসবার্গটির আয়তন প্রায় ১১৩ কিলোমিটার লম্বা, ৩০০ ফুট প্রস্থ ও ৫০০ মিটার গভীর। বিশেষজ্ঞদের মতে, হিমশৈল এ ভাবে ভেঙে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়।

প্রসঙ্গত, এর আগে, ২০০২ সালেও ‘লারসেন সি’ আইস-শেল‌্ফ থেকে হিমশৈল ভেঙে পড়ে। তবে, তা আকারে ছোট ছিল। মূলত গ্লোবাল ওয়ার্মিঙের জন্যই এই অঘটন ঘটেছিল।

আরও পড়ুন   মামলার রায় আগাম বলে দেবে রোবট!
Loading...

Leave a Reply